ভয়াবহ বিস্ফোরণ-১৭ জনের মৃত্যু! বিদেশে গিয়েও ভারতের ঘটনায় কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী মোদী

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
modii poklk1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লীর আটচুতাপুরমে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) একটি ফার্মা কোম্পানিতে চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আনকাপল্লীর জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লজনব

জানা গিয়েছে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেছিলেন যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি "ব্যথিত"। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "আনাকাপল্লীর একটি কারখানায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পিএমএনআরএফ থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।"