নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে আজ গিয়েছেন নির্বাচনী প্রচারে।
সেখানে গিয়ে মোদি বলেন, 'আরজেডি বেশ কয়েক বছর ধরে বিহারে শাসন করেছে কিন্তু তাদের সরকারের কাজ নিয়ে আলোচনা করার সাহস নেই। আরজেডি বিহারে জঙ্গলরাজের সবচেয়ে বড় মুখ...আরজেডি বিহারকে মাত্র দুটি জিনিস দিয়েছে - জঙ্গলরাজ আর ভ্রষ্টাচার'।