নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ থেকে ২১ জানুয়ারিতে তামিলনাড়ুর বিভিন্ন উল্লেখযোগ্য মন্দির পরিদর্শন করবেন। ২০ জানুয়ারি তিনি তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি এই মন্দিরে বিভিন্ন পণ্ডিতদের থেকে কাম্বা রামায়ণমের শ্লোক আবৃত্তিও শুনবেন। এরপর তিনি রামেশ্বরমে পৌঁছে শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে দর্শন ও পূজা করবেন। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী ধানুশকোডির কোথান্দারামস্বামী মন্দিরে দর্শন ও পূজা করবেন। ধানুশকোডির কাছে প্রধানমন্ত্রী আরিচল মুনাইও পরিদর্শন করবেন, এই জায়গা থেকেই রাম সেতু তৈরি হয়েছিল বলে মনে করা হয়।