নিজস্ব সংবাদদাতাঃ গতকাল শনিবার বালাসোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরই মাঝে ফের একবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দুর্ঘটনাস্থলের কাজকর্ম কেমন চলছে সেই নিয়ে রেলমন্ত্রীর কাছে ফোন করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী বলে খবর। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বর জেলার বাহানাগা রেল স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন (Balasore Train Accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। তবে এখনও এই মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দল।