নিজস্ব সংবাদদাতাঃ সারা বিশ্বজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্বের সকল নেতাদের থেকে চেয়ে শীর্ষ স্থানে বসে আছেন তিনি।
/anm-bengali/media/post_attachments/47ee4a74cc4872927f0ae7db81f38aa4ad1194610be93293b665807a1c507a2e.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ ১০০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গিয়েছে তার। আরও জানা গিয়েছে যে, জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা ৩৮.১ মিলিয়ন। রাহুল গান্ধীর ফলোয়ারের সংখ্যা ২৬.৪ মিলিয়ন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ফলোয়ারের সংখ্যা ২৭.৫ মিলিয়ন।
/anm-bengali/media/post_attachments/492d0d8827788a14c1321ac5ecaeae54b5610450773d8201f769903531059e19.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)