নিজস্ব সংবাদদাতাঃ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গভর্নিং কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রীরা এবং লেফটেন্যান্ট গভর্নররা উপস্থিত রয়েছেন।
/anm-bengali/media/media_files/aDMsDPe2yeBSx4t1Okds.jpg)
প্রধানমন্ত্রী বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে জানিয়েছেন, বিকশিত ভারত ২০৪৭ প্রত্যেক ভারতীয়ের উচ্চাকাঙ্ক্ষা। জনসাধারণের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় রাজ্যগুলি এই লক্ষ্য পূরণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)