৩০ মে সন্ধ্যা থেকে ১ লা জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী মোদী

স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন বর্তমান বিবেকানন্দ রক মেমোরিয়ালে।

author-image
Adrita
New Update
দস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ মে সন্ধ্যা থেকে ১লা জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন।

PM Narendra Modi | PM Narendra Modi talked about important perspectives on  India's G20 Presidency and its role in the world in PTI Interview dgtl -  Anandabazar

এটিই সেই ধ্যান মণ্ডপ, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, সেই স্থানেই দিনরাত ধ্যান করবেন প্রধানমন্ত্রী মোদি।

Narendra Modi: মোদি ফ্যাসীবাদী, জবাব গুগুলের, ক্ষুব্ধ দিল্লি : 2024-02-23 |  Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

Add 1