নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নয়াদিল্লিতে 'ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩ '-এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর এক লক্ষেরও বেশি সদস্যকে বীজ মূলধন সহায়তা প্রদান করবেন।
এছাড়াও, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩-এর অংশ হিসাবে 'ফুড স্ট্রিট'-এরও উদ্বোধন করবেন। এতে আঞ্চলিক খাবার এবং রাজকীয় রন্ধনসম্পর্কীয় ঐতিহ্য থাকবে। যেখানে ২০০ জনেরও বেশি শেফ অংশগ্রহণ করবেন এবং ঐতিহ্যবাহী ভারতীয় খাবার উপস্থাপন করবেন।
এই মেগা ইভেন্টটিতে বিশিষ্ট খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানির সিইও সহ ৮০টিরও বেশি দেশের মোট ১২০০ জন অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।