দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে বড় উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

কি উপহার দিচ্ছেন মোদী ?

author-image
Adrita
New Update
িম্েি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কটা দিন পরেই খুশীর উৎসব দীপাবলি। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য এক বিশেষ উপহার ঘোষণা করেছেন। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, শীতের মরশুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছেন নরেন্দ্র মোদী। এছাড়াও, গমের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, একাধিক ফসলেরর ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধিতে (এমএসপি) ছাড় দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, বর্তমানে প্রতি কুইন্টাল গমের এমএসপি হচ্ছে ২,২৭৫ টাকা। তা বেড়ে হবে ২,৪২৫ টাকা। কুইন্টাল প্রতি সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য ৩০০ টাকা বাড়িয়ে ৫,৯৫০ টাকা করা হয়েছে। ছোলার ন্যূনতম সহায়ক মূল্য ২১০ বাড়িয়ে ৫,৬৫০ টাকা।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কৃষকদের লাভের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।