এনডিএ বৈঠক : পৌঁছলেন প্রধানমন্ত্রী

এনডিএ বৈঠকে চাঁদের হাট। ইতিমধ্যেই দিল্লি পৌঁছিয়েছেন বিরোধীরা। নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার আগে বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১১১১১১



নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের পর এবার দিল্লিতে এনডিএ বৈঠক শুরুর অপেক্ষা। ইতিমধ্যেই  'দ্য অশোক হোটেলে' পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলের নেতৃত্বরাও একে একে এসে পৌঁছচ্ছেন। পৌঁছিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং,  তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনার একনাথ শিন্ডে,রাষ্ট্রীয় লোক জনতা দলের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা, এনডিপিপি নেতা নেফিউ রিও, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আঠাওয়ালে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান  সহ আরো অনেকে।