নিজস্ব সংবাদদাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে চাকরি গেল প্রাইমারি স্কুলের এক শিক্ষিকার। রাজস্থানের বারান জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শিক্ষিকার নাম হেমলতা বাইরওয়া। ২৬ জানুয়ারি স্কুলের এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের ছবি রাখা হয়েছিল। স্থানীয় গ্রামবাসীরা সেখানে দেবী সরস্বতীর একটি ছবি রাখতে চেয়েছিলেন। সেখান থেকেই শিক্ষিকার সঙ্গে গ্রামবাসীদের লড়াই হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অপরাধে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে বরখাস্ত করেন বলে জানা গিয়েছে।