নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন এবং 'স্বাধীন' পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন, যা আজকের বিশ্বে সহজ নয়।
পুতিন বলেন, "ভারতের অর্থনৈতিক বিকাশ ও প্রবৃদ্ধির হার বিশ্বের মধ্যে অন্যতম এবং এটি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলীর কারণে। তাঁর নেতৃত্বেই ভারত এই গতিতে পৌঁছেছে।"
তিনি আরও বলেন, "রাশিয়া ভারত ও তার নেতৃত্বের উপর নির্ভর করতে পারে কারণ তারা নিশ্চিত যে নয়াদিল্লি আন্তর্জাতিক পর্যায়ে তাদের বিরুদ্ধে 'খেলা' খেলবে না।"
পুতিন বলেন, "ভারত স্বাধীন বিদেশনীতি অনুসরণ করছে, যা আজকের বিশ্বে সহজ নয়। কিন্তু ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারতের তা করার অধিকার রয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অধিকার আদায় হচ্ছে। এটি কেবল বিবৃতি নয়, এটি যৌথ কাজ সংগঠিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মধ্য ও দীর্ঘ মেয়াদে আমাদের অংশীদারদের ক্রিয়াকলাপের পূর্বাভাস দেওয়ার সুযোগ দেয়।"