দেশে বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে কেন্দ্র সরকার ! এবার ওয়াক্ফ আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনী

ওয়াকফ আইনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছে সমস্ত মুসলিম সংগঠন।

author-image
Debjit Biswas
New Update
ANTI WAQF

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াক্ফ আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জামাত-এ-ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনী। তার মতে এই আইনের মাধ্যমে দেশে বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে কেন্দ্র সরকার। আজ তিনি বলেন, "ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী এবং এই আইন সরাসরি মুসলিমদের অধিকার লঙ্ঘন করছে। এটি দেশে বিভাজন ও মেরুকরণের জন্য একটি নীলনকশার মতো।"

Supreme court

এরপর তিনি বলেন, "সকল মুসলিম সংগঠন ও মুসলিম প্রধান গোষ্ঠী এই আইনের বিরুদ্ধে আজ একত্রিত হয়েছে। আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্ট এই আইনকে শীঘ্রই অসাংবিধানিক হিসেবে ঘোষণা করবে।"