নিজস্ব সংবাদদাতাঃ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেনআমার সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় দেশের কৃষকদের ৩.২০ লক্ষ কোটি টাকা দিয়েছে। আমার সরকারের নতুন মেয়াদের শুরু থেকে ২০ হাজার কোটি টাকারও বেশি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেছেন, “সরকার খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যও রেকর্ড বৃদ্ধি করেছে। আজকের ভারত তার বর্তমান চাহিদার কথা মাথায় রেখে তার কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনছে। আজকালবিশ্বে জৈব পণ্যগুলির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় কৃষকদের এই চাহিদা মেটাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। অতএবসরকার প্রাকৃতিক চাষ এবং সম্পর্কিত পণ্যগুলির সরবরাহ শৃঙ্খলকে একীভূত করছে। ভারতের উদ্যোগে গোটা বিশ্ব ২০২৩ সালে আন্তর্জাতিক বাজরা দিবস পালন করেছে। আপনারা দেখেছেন যে সম্প্রতি সারা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবসপালন করেছে।”