বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত! বড় ঘোষণা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "সংস্কার, সম্পাদন এবং রূপান্তরের অঙ্গীকার ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতিতে পরিণত করেছে। ১০ বছরে ভারত ১১তম স্থান থেকে উঠে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। মহামারী এবং বিশ্বের বিভিন্ন অংশে সংঘাত সত্ত্বেও ভারত এই বৃদ্ধির হার অর্জন করতে সক্ষম হয়েছে। গত ১০ বছরে জাতীয় স্বার্থে গৃহীত সংস্কার ও সিদ্ধান্তের ফলেই এটা সম্ভব হয়েছে। আজ বিশ্বের মোট প্রবৃদ্ধিতে ১৫ শতাংশ অবদান রয়েছে ভারতের সঙ্গে। আমার সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।" 

ল্কম্ন

Adddd