নিজস্ব সংবাদদাতাঃ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেনআজ ভারত অনেক ক্ষেত্রে ভাল কাজ করছে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত যদি বিশ্বে ভালো ফল করেতাহলে আমাদের গর্বিত হওয়া উচিত। যদি ভারতীয় বিজ্ঞানীরা সফলভাবে চাঁদের দক্ষিণ দিকে চন্দ্রযান অবতরণ করতে পারেনতাহলে আমাদের গর্বিত হওয়া উচিত।”
তিনি আরও বলেছেন, “ভারত যদি বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতি হয়ে ওঠেতাহলে আমাদের গর্বিত হওয়া উচিত। ভারত যদি এত বড় নির্বাচন খুব বেশি সহিংসতা ছাড়াই সম্পন্ন করেতাহলেও আমাদের গর্বিত হওয়া উচিত। আজ সারা বিশ্ব আমাদের মাদার অব ডেমোক্রেসিহিসেবে সম্মান করে। ভারতবাসী সর্বদাই গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। তারা নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।”
তিনি আরও বলেন, সুস্থ গণতন্ত্র বজায় রাখতে হলে এই বিশ্বাসকে ধরে রাখতে হবে। এটাও রক্ষা করতে হবে। আমাদের সেই সময়ের কথা মনে আছে যখন ব্যালট পেপার লুট করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ প্রক্রিয়া নিরাপদ করতে ইভিএম গ্রহণের সিদ্ধান্ত হয়। গত কয়েক দশকে সুপ্রিম কোর্ট থেকে অনেক বাধা অতিক্রম করেছে ইভিএম।”