নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ১২ জন মরণোত্তর সহ ৮০ জন সশস্ত্র বাহিনীর কর্মীদের সাহসিকতা পুরস্কার দেওয়ার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে ছয়টি কীর্তি চক্র, যার মধ্যে তিনটি মরণোত্তর। ১৬টি শৌর্য চক্র, যার মধ্যে দুটি মরণোত্তর। এছাড়াও রয়েছে সাতটি মরণোত্তরসহ ৫৩টি সেনা পদক, একটি নও সেনা পদক এবং চারটি বায়ু সেনা পদক।