নিজস্ব সংবাদদাতাঃ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে লোকসভায় পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “ছয় দশক পর দেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি স্থিতিশীল সরকার গঠিত হয়েছে। মানুষ তৃতীয়বারের মতো এই সরকারের প্রতি আস্থা দেখিয়েছে।
মানুষ জানে যে একমাত্র এই সরকারই তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। অষ্টাদশ লোকসভা অনেক দিক থেকে একটি ঐতিহাসিক লোকসভা। এই লোকসভা অমৃতকালের প্রথম বছরগুলিতে গঠিত হয়েছিল। এই লোকসভা দেশের সংবিধান গ্রহণের ৫৬ তম বর্ষের সাক্ষী হয়ে থাকবে।
আসন্ন অধিবেশনগুলোতে এই সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। এই বাজেট হবে সরকারের সুদূরপ্রসারী নীতি ও ভবিষ্যৎমুখী রূপকল্পের কার্যকর দলিল। বড় বড় অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি অনেক ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।