রাষ্ট্রপতির অভিনব কর্মসূচি গ্রহণ- জানিয়ে দেওয়া হল বিরাট খবর

রাষ্ট্রপতির জন্য ৪০ প্লাটুন বাহিনী এবং ২০০ পুলিশ কর্মী মোতায়েন। কেনো? জানিয়ে দেওয়া হলো বড় খবর। জানুন....

author-image
Debapriya Sarkar
New Update
Draupadi

নিজস্ব সংবাদদাতা : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল ৩ ডিসেম্বর, ২০২৪ তার ৫ দিনের সফর শুরু করবেন। সফরের প্রথম দিনেই তিনি ভুবনেশ্বরে পৌঁছাবেন। সফরের সময় ভুবনেশ্বরে বিভিন্ন কর্মসূচি রয়েছে, পরে তিনি পুরী এবং ময়ূরভঞ্জে সফর করবেন।

Draupadi

এদিকে, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্র জানান, "আমরা ব্লু বুক অনুযায়ী সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রটোকল ব্যবস্থা সম্পূর্ণরূপে নিশ্চিত করেছি।"

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, ৪০টি প্লাটুন পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, ৩টি ডিসিপি, ১৫টি এডিসিপি, ২৫টি এসিপি এবং ২০০-এর বেশি পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে নিয়োগ করা হয়েছে। ডিসিপি পিনাক মিশ্র আরও বলেন, "আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং নিরাপত্তা ব্যবস্থা প্রমাণিত।"

Draupadi murmukl1.jpg

রাষ্ট্রপতির সফর সফল ও নিরাপদ করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।