নিজস্ব সংবাদদাতাঃ আজ মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিন। এই আবহে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/0325da2d-aaa.png)
রাষ্ট্রপতি ছাড়াও আজ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং 'জনজাতি গৌরব দিবস' উপলক্ষে সংসদে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/b1ba36d2-8cf.png)