লাল কেল্লায় রাবণ দহন সমাবেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেখুন ভিডিও

রাবণ বধের মাধ্যমে অধর্মের নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র। হিন্দুধর্মে রামকে আত্মচেতনার প্রতীক হিসাবে গণ্য করা হয়। অন্যদিকে রাবণ দৃঢ়চেতা, বীর, শিবভক্ত হলেও তিনি সীতাহরণকারী।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাল কেল্লায় ধর্মীয় লীলা কমিটি আয়োজিত দশেরা উদযাপনে যোগ দিয়েছেন। 

hiring.jpg

রাষ্ট্রপতি মুর্মু তার ভাষণে বলেন, '' আজকেও আমরা দুর্নীতি থেকে সন্ত্রাস, অনেক অশুভ বিষয়ের মুখোমুখি হচ্ছি। ভগবান রামের মতাদর্শ আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করতে পারে। "

 

hiring 2.jpeg

োোোোোোোো