নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই উদ্বোধন হবে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের পুজোর আগে অযোধ্যায় (Ayodhya) পুরোদমে চলছে প্রস্তুতি। বাস স্টপেজগুলিতে ভগবান রাম এবং ভগবান হনুমানকে চিত্র আঁকা হয়েছে। এক কথায় অযোধ্যা একদম রামে ছেয়ে গিয়েছে।