রামময় অযোধ্যা, বাসস্ট্যান্ডগুলিতে বিশেষ দৃশ্য, চমকে গেলেন সকলে

নব বধূর সাজে সেজে উঠেছে উত্তরপ্রদেশ।

author-image
SWETA MITRA
New Update
rammm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই উদ্বোধন হবে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের পুজোর আগে অযোধ্যায় (Ayodhya) পুরোদমে চলছে প্রস্তুতি।  বাস স্টপেজগুলিতে ভগবান রাম এবং ভগবান হনুমানকে চিত্র আঁকা হয়েছে। এক কথায় অযোধ্যা একদম রামে ছেয়ে গিয়েছে।