নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্মের বিরোধিতাকারীদের সাথে রাবণ, মেঘনাদ এবং কুম্ভকরণের মূর্তি দিল্লির লাল কেল্লার মাঠে স্থাপন করা হয়েছে।
সারাদেশে দশেরা পালন হয় নানা রীতিতে। যেমন হিমাচল প্রদেশের কুলুতে কুল্লু উৎসব পালিত হয় দশেরায়। এই উপলক্ষ্যে বিশাল মেলা হয় ৭ দিন ধরে। দিল্লিতে রামলীলা ময়দানে দশ দিন ধরে রামায়ণের বিভিন্ন ঘটনা নিয়ে নাটক হয়। এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। সব শেষে সাড়ম্বরে পালন করা হয় দশেরা।