ষষ্ঠ দফার লোকসভা ভোট, ৪৫টি সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ভয়!

ষষ্ঠ দফার লোকসভা ভোটে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চরমে।

author-image
Aniruddha Chakraborty
New Update
।,মন

নিজস্ব সংবাদদাতাঃ অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের ষষ্ঠ দফায় ভোট হবে ২৫ মে। ষষ্ঠ দফার ভোটের আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে।

ল,ম্ন

এই বিষয়ে রাজৌরির ডিসি ওম প্রকাশ ভগত বলেন, "আমাদের এই আসনে ৪৮৯টি স্থানে ৫৪৫টি ভোটকেন্দ্র রয়েছে। ৪৮৯টি স্থানের মধ্যে ২৭৮টি অরক্ষিত এবং ৪৫টি সীমান্তবর্তী এলাকায়, যেখানে গোলাগুলির কারণে কিছু সমস্যা হতে পারে। সিসিটিভি লাগানোর মতো সব ব্যবস্থা করা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম সুযোগ-সুবিধাও থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।" 

Add 1