BREAKING: বন্ধ হয়ে গেল সীমান্তে রিট্রিট অনুষ্ঠান! কোনো ভারতবাসী আর দেখতে পাবে না
BREAKING: বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মোদী!
শুধু সেনাবাহিনী বা সরকার নয়, আজ দেশের শত্রুদের সাথে লড়তে প্রস্তুত ১৪০ কোটি ভারতীয়!
পরিস্থিতি আরও খারাপ করা আমাদের উদ্দেশ্য নয়- ভারতের লক্ষ্য হয়ে গেল সাফ
BIG BREAKING: অপারেশন সিঁদুর এখনও চলছে, নিকেশ ১০০ পাক জঙ্গি!
পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন
পাক সেনার নিশানায় সেই সাধারণ নাগরিক, তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে ভারত
বাতিন্দা জেলায় বিধ্বস্ত বিমান— ভারতীয় কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য
জঙ্গি মাসুদ আজহারের ডেরায় মৃতদেহের লাইন! এই ছবিগুলি এখন ভাইরাল

Prayagraj : আবারও প্রয়াগরাজ, প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার পর এবার বোমা নিক্ষেপ

প্রয়াগরাজের (Prayagraj) কর্নেলগঞ্জ থানার অন্তর্গত গোবর গলি এলাকায় মঙ্গলবার বোমা (Bomb) নিক্ষেপ করা হয়। কয়েকদিন আগেই আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তার ভাই আশরাফকে তিন হামলাকারী গুলি করে হত্যা করেছিল প্রকাশ্যে।

author-image
Pritam Santra
New Update
Prayagraj

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াগরাজের (Prayagraj) কর্নেলগঞ্জ থানার অন্তর্গত গোবর গলি এলাকায় মঙ্গলবার বোমা (Bomb) নিক্ষেপ করা হয়। কয়েকদিন আগেই আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তার ভাই আশরাফকে তিন হামলাকারী গুলি করে হত্যা করেছিল প্রকাশ্যে। পুলিশ জানিয়েছে, আতঙ্ক সৃষ্টি করা এই বোমা নিক্ষেপের অন্যতম কারণ হতে পারে। তবে তদন্তের পরে সঠিক উদ্দেশ্য জানা যাবে। প্রয়াগরাজে আতিক আহমেদ ও তার ভাই আশরাফের হত্যার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত কোনও যোগসূত্র পাওয়া যায়নি। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তদন্ত চলছে।