কংগ্রেসের চরিত্র...! বিতর্ক উস্কে দিলেন এই বিজেপি সাংসদ

কি দাবি এই সাংসদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
Congressflag.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে মোদীকে কটাক্ষ করেছেন তার প্রতিশ্রুতি নিয়ে। 

এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। তিনি বলেছেন, "মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে যা বলেছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ গোটা দেশ এখন কংগ্রেস দলের চরিত্র বুঝতে পেরেছে। কংগ্রেস সবসময় প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের প্রতি প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমেই রয়ে গেছে যখন 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসেন, এই 10 বছরে তিনি দেশের চিত্র পাল্টে দেন। মল্লিকার্জুন খাড়গের দাবি যে প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি পূরণ করেন না তা সম্পূর্ণ মিথ্যা"। 

খাড়গে লিখেছেন যে বিজেপিতে 'বি' মানে বিশ্বাসঘাতকতা, আর 'জে' মানে জুমলা। তার অভিযোগ, মোদী কি গ্যারান্টি 140 কোটি ভারতীয়দের উপর একটি নিষ্ঠুর রসিকতা। খাড়গে এও লেখেন যে মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, লুট এবং প্রচার হল 5 টি বিশেষণ যা বিজেপির সরকারকে সর্বোত্তমভাবে বর্ণনা করে।