নিজস্ব সংবাদদাতা : এবার তেজস্বী যাদবকে নিয়ে বড় মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি নেতা প্রবীণ খান্ডেলওয়াল। আজ আরজেডি নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক কিছু মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, "তেজস্বী যাদব ভয় পেয়েছেন, কারণ এনডিএ সরকার জনগণের জন্য কাজ করছে, এবং বিহার রাজ্যে ব্যাপক উন্নয়নের জোয়ার নিয়ে এসেছে। তিনি এই ইতিবাচক ধারনাকে ভাঙতে চাইছেন।"
/anm-bengali/media/media_files/LovsaMCvn7DhMSfj8yys.jpg)
এনডিএ সরকারের উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের কারণেই, আজ বিরোধীরা মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।