নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় বালাসোরের বাসিন্দা প্রশান্ত সৎপথী প্রাণ হারিয়েছেন। নিহতের বড় ভাই সুশান্ত সৎপথী বলেন, "আমরা বিকাল ৩টার দিকে খবরটি পেয়েছি... যখন আমরা টোল-ফ্রি নম্বরে ফোন করি, তখন তারা আমার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানায়। আমার ছোট ভাইয়ের স্ত্রী বা আমার ভাগ্নে কোথায় আছে সে সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই। অতিরিক্ত ডিএসপি আমার সাথে যোগাযোগ করেছেন...।"
/anm-bengali/media/media_files/2025/04/22/bFTZRpcGuFNlLXuzSy1p.jpg)