ঠুঁটো জগন্নাথ বিরোধীরা, এবার ৩০০-র বেশি আসন বিজেপির! জানিয়ে দিলেন পিকে

৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য লড়াই করছে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ।

author-image
Aniruddha Chakraborty
New Update
prashant kishore

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লোকসভা নির্বাচন। একদিকে যেখানে জোরালো প্রচার করছে বিজেপি শাসিত এনডিএ-জোট, সেখানেই এখনও একজোট হতে পারেনি বিরোধী জোট ইন্ডিয়া। বিরোধী জোটের এই হাল নিয়ে এবার মুখ খুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, 'বিরোধীরা ঠুঁটো জগন্নাথের মতো বিজেপিকে আটকানোর প্রতিটা সুযোগ বারংবার হাতছাড়া করেছে। ঠিক যেমন ফিল্ডার লোপ্পা ক্যাচ ফেলে দেয় আর ব্যাটসম্যান সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যায়, সেই হাল বিরোধীদেরও।' 

bjp cong assam.jpg

ভোটকুশলী প্রশান্ত কিশোরের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গেরুয়া শিবিরের এই 'অদমনীয়' ভাবমূর্তি শুধুই একটা চিন্তাধারা।  তিনি বলেন, "আপাতভাবে যতই অদমনীয় মনে হোক না কেন, বিজেপি বা প্রধানমন্ত্রী মোদী-কেউই অপরাজেয় নন। যখনই বিজেপি ব্যাকফুটে গিয়েছে, তখন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ২০১৫, ২০১৬ সালে শাসক দলের খরা চলছিল, আসাম বাদে প্রতিটি নির্বাচনে হেরেছিল বিজেপি। কিন্তু তারপরও বিরোধীরা ওদের ক্ষমতায় ফেরার  সুযোগ দেয়।" 

Add 1