নিজস্ব সংবাদদাতা: জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল - জন সুরাজ পার্টি চালু করেন। তিনি বলেছেন, "বিহারে যদি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা থাকতে হয়, তাহলে আগামী ১০ বছরে পাঁচ লক্ষ কোটি টাকার প্রয়োজন৷ যখন মদের নিষেধাজ্ঞা সরানো হবে, সেই অর্থ বাজেটে যাবে না এবং ব্যবহারও হবে না৷ নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য, না রাস্তা, জল এবং বিদ্যুতের জন্য এটি ব্যবহার করা হবে শুধুমাত্র বিহারে একটি নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, বিহার মদ নিষেধাজ্ঞার কারণে ২০,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। "
প্রশান্ত কিশোর এর আগেও রাজনীতির সঙ্গে যোগ ছিল। তবে তিনি কৌশলী হিসেবে ছিলেন। কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে এবার এলেন। যদিও আগে তিনি নীতীশ কুমারের দলে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে সমস্যা দেখা গিয়েছিল। তিনি সেই দল ছেড়ে দেন। কংগ্রেসের সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছিল। কিন্তু সেখান থেকেও তিনি চলে আসেন। পরে তিনি নিজের দল তৈরি করেন। নিজের দল তৈরি করার এক বছরের বেশি সময় ধরে ব্যাপক প্রচার করেছিলেন।