নিজস্ব প্রতিবেদন : এই মুহূর্তে দেশের অন্যতম বিতর্কিত খবর তিরুপতি মন্দিরের লাড্ডু তে পশুর চর্বি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় কর্ণাটক রাজ্য। এই ঘটনার সত্যতা যাচাই করতে তিরুপতি মন্দিরের লাড্ডু গবেষণার জন্য নিয়ে যাওয়া হয়। গবেষণাগার রিপোর্ট প্রকাশে আসতে সেই রিপোর্ট উল্লেখ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবি, মাছের তেল, গরু, শুয়োরের চর্বি দিয়ে বানানো ঘি দিয়ে তৈরি করা হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের বিখ্যাত প্রসাদী লাড্ডু।
সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরের এক ভক্ত এই প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেন। সেই ভক্তের নাম তিরুমালা ভেঙ্কটেশ্বরা। হায়দ্রাবাদ থেকে প্রতি বছর তিনি মন্দিরে আসেন। তিনি বলেছেন, "আমি কয়েক বছর ধরে এখানে আসছি। আগের সরকারের আমলে লাড্ডুর মান খুব একটা ভালো ছিল না, চিনির পরিমাণ খুব বেশি ছিল। ক'দিন ধরে আমরা খবরে দেখছি যে বিভিন্ন তেল ব্যবহার করে লাড্ডু তৈরি করা হয়েছে। আমরা কি ধরনের লাড্ডু খেয়েছিস তা জানি না। আমরা চাই এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের যথাযথ শাস্তি হোক।"