১৭ জুলাই, দিনক্ষণ চূড়ান্ত করল মোদী সরকার, সবাইকে ডাকা হল

সংসদের বিশেষ অধিবেশন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

author-image
SWETA MITRA
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হল। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে যেভাবে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, তাতে আশা করা যায়, বৈঠকে সরকার বিশেষ অধিবেশনের এজেন্ডা উপস্থাপন করতে পারে। এই বিশেষ বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় জানান, ‘চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে সামনে রেখে ১৭ তারিখ বিকেল সাড়ে ৪টায় সর্বদলীয় নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে এ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।‘ প্রসঙ্গত, বিশেষ অধিবেশন শুরুর আগে এজেন্ডা প্রকাশ না করার জন্য বিরোধীরা ক্রমাগত সরকারকে প্রশ্ন করে আসছে।