সেঞ্চুরি করলো প্রজ্ঞান !

তথ্য সংগ্রহের কাজ করছে প্রজ্ঞান। তবে এবার বিশ্রামের পালা। চাঁদে রাত নামতে শুরু করেছে। ফলে আগামী ১-২ দিনের মধ্যেই ঘুম পাড়িয়ে দেওয়া হবে রোভার প্রজ্ঞানকে। তবে ইতিমধ্যেই প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 15.42.23.jpeg

নিজস্ব সংবাদদাতা:  গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে যায় চন্দ্রযান-৩। ৪০ দিনের যাত্রাপথ পার করে অবশেষে গত ২৩ অগস্ট চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। তার কয়েক ঘণ্টা পরই ল্যান্ডারের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তারপর থেকেই তথ্য সংগ্রহের কাজ করছে প্রজ্ঞান। তবে এবার বিশ্রামের পালা। চাঁদে রাত নামতে শুরু করেছে। ফলে আগামী ১-২ দিনের মধ্যেই ঘুম পাড়িয়ে দেওয়া হবে রোভার প্রজ্ঞানকে। তবে ইতিমধ্যেই প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে। শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয়, “প্রজ্ঞান ১০০”।