ISRO: চাঁদের শিব শক্তি পয়েন্টে 'প্রজ্ঞান', গায়ে কাঁটা দেবে আপনারও

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে ইতিহাস গড়ল ইসরো। এর ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ প্রান্তে পৌঁছাল ভারত। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণের পর রোভার প্রজ্ঞানও বেরিয়ে এসে তার কাজ শুরু করে।

author-image
SWETA MITRA
New Update
CHANDRA PRAYGYA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও নতুন ভিডিও প্রকাশ্যে এনে সকলকে চমকে দিল ইসরো (ISRO)। চাঁদের কিছু ঝলক ভিডিও আকারে তৈরি করে পাঠিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এই ভিডিও-তে দেখা যাচ্ছ, চাঁদের বুকে প্রজ্ঞান দাপিয়ে বেড়াচ্ছে। এই নিয়ে ইসরো লিখেছে, দক্ষিণ মেরুতে চাঁদের রহস্য অনুসন্ধানে শিব শক্তি পয়েন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার।