নিজস্ব সংবাদদাতাঃ নিট বিতর্কে একেবারে খারাপ অবস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর। এসবের মধ্যে এবার বড় খবর সামনে এল। সরানো হল এনটিএ-র ডিরেক্টর জেনারেল বা ডিজিকে। এতদিন এই পদে ছিলেন সুবোধ কুমার। তাঁর জায়গায় এলেন প্রদীপ সিং খারোলা। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। নিট ও নেট নিয়ে যে বিতর্ক চলছে, নতুন করে পরীক্ষা নেওয়ার যে দাবি উঠছে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত এবার এই প্রদীপ সিং খারোলাকেই নিতে হবে।