নিজস্ব সংবাদদাতা: আর্থিক ভিত মজবুত রাখতে অনেকেই বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগ করার নানা প্রকল্প থাকলেও কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস প্রকল্পগুলিও বেশ ভাল। তাই দেশের অধিকাংশ নাগরিকই পোস্ট অফিস স্কিমের সুবিধা নিয়ে থাকেন। এই প্রকল্পে বিনিয়োগ করেও লাভ পাবেন।
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সম্পর্কে জানেন? বিনিয়োগকারী প্রবীণ নাগরিকরা প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত পাবেন। এই স্কিমের অধীনে সুদের হার ৮.২ শতাংশ, যা প্রতি ত্রৈমাসিকে সংশোধিত হয়ে যায়। তবে, এই সুদের হার বার্ষিক ভিত্তিতে হয়। এটি যে কোনও সরকারি প্রকল্পে দেওয়া সর্বোচ্চ হার। ৫ বছর পর বাড়ানোর বিকল্পও পাওয়া যায়। ৬০ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকরা এই স্কিমে একক অর্থ বিনিয়োগ করলে এই সুবিধা পেতে পারেন।
অতীতে এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ধার্য করা ছিল ১৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে এখন বেড়ে ৩০ লক্ষ টাকা হয়েছে। ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে সুদ বাবদ প্রায় ২ লক্ষ ৪৬ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে প্রতি মাসে ২০ হাজার ৫০০ টাকা আসবে। এটি অবসর গ্রহণের পর প্রতি মাসে নিয়মিত আয়ের নিশ্চয়তা দেবে।