নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে এখন ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি সুদ মিলছে। এর মেয়াদ হল পাঁচ বছর। পাবেন বেশ মোটা টাকা।
পোস্ট অফিসের যে কোনও শাখা থেকেই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনতে পারেন। বর্তমানে এই স্কিমে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই সুদ চক্রবৃদ্ধি হারে অ্যাকাউন্টে জমা হবে বিনিয়োগকারীর। পলিসির মেয়াদ শেষ হলে বিনিয়োগ করা অর্থ এবং অর্জিত সুদ হাতে পাবেন বিনিয়োগকারী। যদি কেউ ৫ বছরের জন্য ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে তিনি ১৪ লাখ টাকা হাতে পেয়ে যাবেন। আর যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ৬,৯৪,৭৪৬ টাকা রিটার্ন পাবেন। স্কিমে সর্বনিম্ন বিনিয়োগ হল ১০০০ টাকার। সর্বোচ্চ বিনিয়োগের সীমা রাখা হয়নি কিছু। পূর্ব নির্ধারিত সময়ের আগে টাকা পারবেন না কেউ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে করছাড়ও পাবেন।