নিজস্ব সংবাদদাতা: জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেই পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যাবে টাকা। সমস্ত মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পোস্ট অফিসের দরজা খুলবে। যার যত আগে লাইন পড়বে তার তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন পোস্ট অফিসের কর্মীরাও। যদিও কেন্দ্রের পক্ষ থেকে কোনও ভাতা দেওয়া হচ্ছে না বলেই জানা গেছে।
পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট করতে পারলেই মাসে পাওয়া যাবে ৩০০০ টাকা। সেই টাকা দেবে মোদি সরকার। এইভাবেই প্রচার হয়েছে গ্রামে গ্রামে। বালুরঘাট হেড পোস্ট অফিসে একসঙ্গে ৫০০-৬০০ জন মহিলার লাইন। প্রত্যেকেই চাইছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে। এই কারণে পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ৭ জন কর্মীকে আলাদা করে রাখা হয়েছে৷ এদিকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললেও সরকারি কোনও ভাতা তাতে ঢুকছে কি না, তা নিয়ে কিছু জানা নেই বলেই পোস্ট অফিসের কর্মীরা দাবি করছেন। তপন থেকে বুনিয়াদপুর, আবার কেউ এসেছেন সেই গঙ্গারামপুর কিংবা কুমারগঞ্জ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা এসে লাইন দিচ্ছেন জেলা হেড পোস্ট অফিসের সামনে।