পাবেন ৭,২৪,৫১৭ টাকা! করতে হবে শুধু একটা কাজ...

পোস্ট অফিসের এই স্কিমের অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও ধরনের কর দিতে হবে না। অবাক হয়ে গেলেন তো? তাহলে তাড়াতাড়ি এখানে ক্লিক করে পড়ে ফেলুন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
money6

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পোস্ট অফিসে বিনিয়োগ আজকের দিনে সবথেকে বেশি রিটার্ন দেবে ও সুরক্ষিতও বটে। বিভিন্ন বয়সের মহিলা এবং পুরুষদের জন্যে নানারকমের যোজনা আনা হয়। এমনকি অবসরের পরে যাতে সুবিধা পাওয়া যায় সেজন্যেও পোস্ট অফিসে নানা স্কিম রয়েছে। সুদের হার ব্যাঙ্কের থেকে অনেকটাই বেশি হয়।গুরুত্বপূর্ণ একটি যোজনা হল পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস স্কিম। আজ এই স্কিম সম্পর্কে জেনে নিন।

আপনি যদি NSC-তে ১০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে পরবর্তী পাঁচ বছর পরে আপনি ১,৪৪৯ লাখ টাকা পাবেন। NSC ক্যালকুলেটর হিসাব অনুযায়ী, এই স্কিমে ৫ লক্ষ টাকা যদি জমা দেন তাহলে নতুন সুদের হারে ৭,২৪,৫১৭ টাকা পেতে পারেন আপনি। পাঁচ বছর পর পাবেন এই টাকা। শুধুমাত্র সুদ থেকে ২,২৪,৫১৭ টাকা আয় হবে। ভারতীয় পোস্ট অফিসের National Savings Certificate স্কিমে ৭ শতাংশ সুদ ছিল ৩১ মার্চ ২০২৩ সাল পর্যন্ত। সুদের হার বাড়ানো হয় ১লা এপ্রিল থেকে। এখন এই স্কিমে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।