নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সূত্র মারফত জানা গিয়েছে যে, IAS পদ থেকে পূজা খেডকরকে বরখাস্ত করল কেন্দ্রীয় সরকার।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২২ এবং ২০২৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় 'দিব্যাঙ্গ' হিসেবে বিশেষ কিছু সুবিধা পেয়েছিলেন তিনি। কিন্তু পরে তদন্ত করে দেখা যায় যে, 'দিব্যাঙ্গ' হওয়ার সব তথ্যই ভুয়ো ছিল। এই কারচুপির ফলে আইনি সমস্যায় জড়িয়ে পড়েছিলেন পূজা খেডকর।
তবে কেন্দ্রীয় সরকার বিচার বিবেচনা করে তাকে IAS পদ থেকে বহিস্কার করেছে।