নিজস্ব সংবাদদাতাঃ ৫ রাজ্যে বিধানসভা ভোটে আগে বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস (Congress)। তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল বড় ধাক্কা খেয়েছে। কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি পোন্নালা লক্ষ্মাইয়া )(Ponnala Lakshmaiah) দল থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা পদত্যাগপত্রে পোন্নালা বলেছেন, দলে তাঁর সঙ্গে যথাযথ আচরণ করা হচ্ছে না। এদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, "আমি সবকিছু ব্যাখ্যা করেছি। আমার চিঠিটা খুবই পরিষ্কার। আমি গ্রামোন্নয়নকে আবেগ হিসেবে বেছে নিয়েছি। আমি আমার এলাকার মানুষের জন্য আবেগ নিয়ে কাজ করেছি। কিন্তু আজ রাজনীতি উন্নয়ন ও কল্যাণকে ছাড়িয়ে যাচ্ছে। রাজনীতি হচ্ছে ভালো কিছু করার ক্ষমতা। কিন্তু দুর্ভাগ্যবশত, রাজনীতি অন্য দিকে যাচ্ছে। আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে কিছু ভাবিনি।‘ শুনুন তাঁর বক্তব্য...