নিজস্ব সংবাদদাতা : সর্বত্রই বাড়ছে দূষণ। এবার দূষণে জর্জরিত পুনে। এক ট্যুইটার ব্যবহারকারীর পোস্ট থেকে জানা যাচ্ছে, মুকুন্দ নগরে রাম মন্দিরের কাছে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। তার ওপর গাছের পাতাগুলি ভিজিয়ে তা পোড়ানো হচ্ছে। যার পরিণতি মাত্রাতিরিক্ত দূষণ। লাগাম ছাড়া বায়ু দূষণে হাঁপানির সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এমনই দাবি করা হয়েছে ওই ট্যুইটার ব্যবহারকারীর পোস্টে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিজেপি নেতৃত্বের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গাছ কাটা যেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট করে, সেখানে পাতা পোড়ানো হচ্ছে। নিজেদের ভুলে এভাবে নিজেদের বিপদ ডেকে আনছে মনুষ্যজাতি। প্রয়োজন সচেতনতার।