নিজস্ব সংবাদদাতা: বায়ু দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার জাতীয় রাজধানীতে ১ জানুয়ারি পর্যন্ত বাজি উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এদিন বলেন, “শীতকালে দূষণ নিয়ন্ত্রণে সরকার যুদ্ধ প্রস্তুতিতে কাজ করছে৷ দিল্লিতে আতশবাজির কারণে যে দূষণ হয়, তা দেখে এবারও উৎপাদন, মজুত, বিক্রি এবং ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে৷ দিল্লির জনগণের কাছে আমাদের আবেদন হল দূষণের মাত্রা কমানোর জন্য আমরা উত্সবগুলি উদযাপন করব তবে ১লা জানুয়ারী পর্যন্ত আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করা হবে”।
#WATCH | Delhi government banned the production, sale and use of firecrackers till Jan 1 in the national capital to control air pollution
Delhi Environment Minister Gopal Rai says, "The government is working on a war footing to control the pollution in winter. Looking at the… pic.twitter.com/gAiyCeIwxk