ভোটকেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন! ঝাঁপ দিলেন কর্মীরা

ভোটকেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন। প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কর্মীরা। পুড়ে যায় ৪টি কেন্দ্রের বিভিন্ন সামগ্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের বেতুলে লোকসভা নির্বাচনের পর ফেরার পথে পোলিং পার্টির বাসে আগুন লেগে যায়। জ্বলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান ভোটকর্মীরা। বাসটিতে ৬টি পোলিং পার্টির প্রায় ৪৫ জন কর্মী ছিলেন। অনেক কর্মচারীর জিনিসপত্র পুড়ে গেছে। সব কর্মচারী নিরাপদে আছেন। বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৬টি পোলিং মেশিনের মধ্যে ২টি উদ্ধার করা গেছে। বাকি ৪টি মেশিনের বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এই তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

जलती हुई बस के वीडियो.

মঙ্গলবার রাতে সাইখেদা থানা এলাকার গৈলা গ্রামের কাছে ৬টি ভোটকেন্দ্র থেকে দল নিয়ে বেতুল ফেরার পথে আগুন লাগে। বাসে আগুনের খবর পেয়ে মুলতাই ও বেতুল থেকে দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। বাসের গিয়ার বক্সে হঠাৎ আগুন লাগে বলে জানা গেছে।

Add 1