শিক্ষা নিয়ে রাজনীতি করা হতাশাজনক ! স্ট্যালিনকে কড়া আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, NEP ২০২০ শিক্ষার্থী-কেন্দ্রিক ও ভবিষ্যতমুখী। এটি কোনো ভাষা বাধ্যতামূলক করে না, এবং রাজনৈতিক স্বার্থে এর বিরোধিতা করা দুঃখজনক ও অনুচিত।

author-image
Debjit Biswas
New Update
dharmendra pradhan (1).jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি জাতীয় শিক্ষানীতির কড়া সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনি অভিযোগ করেছিলেন যে তামিলনাড়ুর মানুষের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর এবার উদয়নিধির এই মন্তব্যের প্রত্যুত্তরে কড়া ভাষায় একটি টুইট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, '' জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজনীতি করা একটি পশ্চাৎমুখী চিন্তাভাবনা। এই নীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎমুখী করে তোলা এবং শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ''NEP ২০২০ কোনো রাজ্যের ওপর কোনো নির্দিষ্ট ভাষা চাপিয়ে দেয় না।'' রাজনৈতিক স্বার্থে এই শিক্ষানীতিকে বিতর্কিত করা দুঃখজনক ও অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।