নিজস্ব প্রতিনিধিঃ একজন মাফিয়া ডন ও তার ভাইকে হত্যার ঘটনায় রাজনীতিবিদরা এত কুমিরের অশ্রু ঝরাচ্ছেন কেন? আতিক, আশরাফ ও তার ছেলেরা যখন হত্যা, তোলাবাজি, অপহরণসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড চালায় তখন এই রাজনীতিবিদরা কোথায় ছিল?
মাফিয়া ডন ও তার ভাইয়ের হত্যার পর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে কয়েকজন রাজনৈতিক নেতা দাবি করার পর সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যই ভাইরাল হয়েছে। মানুষ অপরাধমুক্ত দেশের পক্ষে সোশ্যাল মিডিয়ায় দাবি করে যে মাফিয়ারা প্রায়শই অবাধে চলাফেরা করছে এবং তাদের কখনও বিচারের আওতায় আনা হয় না।
উমেশ পালের পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করেছেন যে, "আতিক ও তার সহযোগীরা কীভাবে এত অপরাধের সঙ্গে জড়িত ছিল? তারা প্রকাশ্যে বিএসপি বিধায়ক রাজু পাল এবং উমেশ পালকে গুলি করে। সেই সময়ে কোন রাজনৈতিক নেতা ন্যায় বিচারের জন্য কেঁদেছিলেন?"