প্রধানমন্ত্রীর শাস্তি হোক! মুখ খুললেন রাজনৈতিক কর্মী

বিশিষ্ট রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, "নির্বাচনের আগে হুক বা কারচুপি করে গ্রেফতার করা গণতন্ত্রের হত্যার শামিল। অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অন্যায় করা হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
yogendra yadav editted.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রসঙ্গে রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব বলেন,  "আমি বিস্মিত। গণতন্ত্রের নামে এই দেশে কী হচ্ছে? আপনি নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করে ম্যাচের আগে রেফারি পরিবর্তন করেন। আপনি প্রতিপক্ষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছেন। ৩০ বছরের পুরনো মামলায় নোটিশ দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করুন। আদালত দোষী সাব্যস্ত হলে প্রধানমন্ত্রী হোক বা অন্য কেউ হোক, তাদের শাস্তি হওয়া উচিত। নির্বাচনের আগে হুক বা কারচুপি করে গ্রেফতার করা গণতন্ত্রের হত্যার শামিল। অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অন্যায় করা হয়েছে। আমি নিশ্চিত মানুষ শিক্ষা দেবে।” 

ARVIND KJJ.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg