Delhi Chalo: আন্দোলনকারীদের ওপর ছোঁড়া হলো জলকামান

সকাল থেকেই সিংগু, টিকরি ও শম্ভু সীমান্তে কড়া নিরাপত্তা রাখা হয়েছিলো। তারপরও কৃষকদের আন্দোলনের জোর বাড়তে থাকে। পরিস্থিতি অনুযায়ী কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় পুলিশ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
delhi chalo .jpg

BREAKING NEWS: মঙ্গলবার সকালে কৃষকদের যে 'দিল্লি চলো' মিছিল শুরু হয়েছিল তা ধীরে ধীরে বড় আকার গ্রহণ করেছে। পুলিশ সব রকম ভাবে নিরাপত্তা নিয়েছিল যাতে সাধারণ মানুষের কোনওরকম কোনও অসুবিধা না হয়। তা সত্ত্বেও সকালে সৃষ্টি হয়েছিল যানজটের। নিরাপত্তার রক্ষার্থে বড় বড় ব্যারিকেড, কাঁটা তার বসানো হয়েছিল টিকরি সীমান্তে। এবার সেই মিছিল আটকানোর জন্য পাঞ্জাব পুলিশ আন্দোলনকারীদের ওপরে জল কামান ছুঁড়তে বাধ্য হল। হরিয়ানা এবং পাঞ্জাবের মাঝে শম্ভু বর্ডারে কৃষকদের এই বিদ্রোহ দমন করতেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

 

স

 

স্ব

স

 

v