নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ কেরালার কান্নুরে রাজ্য যুব কংগ্রেস সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে যুব কংগ্রেস কর্মীরা। সূত্রে খবর, বিক্ষোভরত যুব কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। পরে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)