পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ! পড়ুয়াদের ওপর লাঠিচার্জ

বিহারের পাটনায় পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
qqq

নিজস্ব সংবাদদাতা: বিহারে ৭০  তম সিভিল সার্ভিসেস প্রিলিম পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে বিহার পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরীক্ষা স্বাভাবিক করার দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন। এই প্রসঙ্গে বিহারের পাটনায় ডিএসপি অনু কুমারী বলেন, "এই জমায়েতটি একেবারেই বেআইনি। এই জমায়েতের কোনও  অনুমতি ছিল না। আমরা এই জমায়েত থেকে পাঁচ জনের প্রতিনিধি দলকে অনুমতি দিতে পারি, যাঁরা ভিতরে গিয়ে নিজেদের দাবিটি রাখতে পারেন।"

patna police